ওরা তিনজন
১।
হলুদ বরফগোলার মত নাভি ।
...
..
.
বাগিচায় ফুটে ফুটে
একটা হিমঘর।
২।
লং জার্নি
জাতীয় সড়কপথ জুড়ে লেপ্টে আছে ধ্যাবড়া
কাজল।
...
..
.
ব্রা এর মতো রোদ চেপে নিচ্ছে পৃথিবীকে
নিজস্ব সাইজে
৩।
ছাদ বললেই সহজপাঠ মনে পড়ে।
“.....
...... ..... ....
... রান্নাঘরের চালে”
আমাদের চাল নেই
পুরোটাই ছাদ।
দু’টি শালিখ ঝগড়া করে ছাদে
দু’টি শালিখই আমার
...
..
.
অন্তরে
ব্রা এর মতো রোদ চেপে নিচ্ছে পৃথিবীকে
ReplyDeleteনিজস্ব সাইজে।দারুণ
Thank u Arabinda
Deleteরেনেসাঁ, শেষের তিনটে লাইন ভিতরে ঢুকে গেলো। সবটুকুই সুন্দর।
ReplyDeleteThank you, Sampadi
Deleteরেনেসাঁ কি লিখেছিস মা।খুব ভালো লাগলো।প্রতিটা স্তর বেশ গভীর।
ReplyDeleteThank you Rahulda
Deleteরেনেসাঁ কি লিখেছিস মা।খুব ভালো লাগলো।প্রতিটা স্তর বেশ গভীর।
ReplyDeleteতোমার কবিতায় মাঝে মাঝে তোমার ছোটবেলা কে দেখা যায়- খানিকটা nostalgia কাজ করে তোমার মধ্যে। এই তিনটে কবিতার মধ্যে দ্বিতীয় কবিতার শেষ দুলাইনে তোমার যে কবিতা ভাবনা সেগুলো থেকে উত্তোরণের প্রচেষ্টা পাচ্ছি। ওই দুলাইনে খানিকটা মুক্তিবেগ আছে। দেখি তুমি তোমার এখনকার পৃথিবীকে টাটা করতে পার কিনা...
ReplyDeleteThank you so much Sanat da.
Deleteচমৎকার! ঝিরিঝিরি বৃষ্টির মতো, কুচিকুচি বরফপাতের মতো । 'শিশুর ছোট পায়ে এগিয়ে যাওয়া' আনন্দদৃশ্য রেনেসাঁ'র কবিতা।
ReplyDeleteThank you dear poet..<3
Deletedarun
ReplyDeleteChomotkar !
ReplyDeleteThank you
DeleteDarun ..
ReplyDeleteধন্যবাদ। ___ রেনেসাঁ
Deleteব্রা এর মতো রোদ চেপে নি্ছে পৃথিবীকে
ReplyDeleteনিজ্ব সাইজে
অসাধারন।।অনেকজন আগেই লাইন উল্লেখ করেছেন তাই আর করলাম না।।।দারুন।।শুভেচ্ছা।।।
ReplyDeleteধন্যবাদ।
Deleteঅসাধারণ ভাবনা-প্রসারণ ।
ReplyDeleteঅনেক ধন্যবাদ
Delete