।। ১ বালক রাস্তায় ১ দোকানে দেখল- “এখানে জন্মদিনের কেক ও
পনীর পাওয়া যায়।” সে বাবার হাত ধরে টেনে বলল, “বাপি, আমি এবার জন্মদিনে কেক কাটব
না। পনীর কাটব।” এ ১টা ঘটনা। অন্য ১টা ঘটনা আরো মজার। মাধ্যমিকে ১৫ জন ছাত্রী
একসঙ্গে ইংরেজিতে ৮৫ পেল। তাদের সকলের ইংরেজির নম্বরের যোগফল ওটা। ক্লাসের ফার্স্ট
গার্ল অবিশ্যি ইংরেজিতে একাই ৮৫ পেয়েছে। এ থেকে কী বুঝবেন? এটাই বুঝুন, ফার্স্ট
গার্ল একাই ওই ১৫ জন মেয়ের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারবে। তাই না? এই যে ২টো
ঘটনা, বাংলা কবিতার সমসাময়িক ঘটনাপ্রবাহের সঙ্গে তাদের বড্ড মিল খুঁজে পাই আমি।
প্রতিবাদ, তস্য প্রতিবাদ, মিছিল, কন্ডোম, ললিপপ, পুরস্কার, তিরস্কার, শাসানি,
আশ্বাস, কবিতা উৎসব, সভাকবি, মহাকবি, দাঁড়াকবি সব মিলিয়ে এই দুটো ঘটনা যেন কোথায়
আমাকে কিছু ইশারা দ্যায়! কোথায় দ্যায় বলুন তো? চলুন, ভাবতে ভাবতে ‘বাক্ ১০৯’-এর
লেখাগুলো পড়তে যাই।।
বাস্তবায়ন,,,,,, আপনার প্রতিটি লেখনী বেছে নিয়ে প্রকাশের মধ্যে "বাক্" পত্রিকাতে এক অসম্ভব নবযুগান্তর আনবে,,,, ব'লে মনে হয়
ReplyDeleteকেক ও ইংরাজীর নাম্বার পাওয়াটা তিরস্কার-হাতির ডাকের যোগ্য জবাব।
ReplyDeleteকীভাবে লেখা পাঠাতে হয়?
ReplyDeleteভাবনার কথা।
ReplyDelete