বাক্‌ ১০৯ : সুকান্ত সিংহ


দেয়ার বি লাইট

দেওয়ালে রামকৃষ্ণদেব নিচে তারিখ
পয়লা জানুয়ারি বাবার মৃত্যু দিন আঠাশে
মার্চ থেকে দাদা নিখোঁজ প্রতি মাসের
বারো তারিখ ব্লাউজের গদি থেকে দিদি
টাকা আনতে যায় সন্ধ্যা হলেই মা ধুপ
জ্বেলে ক্যালেন্ডারের সামনে নাড়ে আমরা
দুই ছোট ভাইবোন রোজ অপেক্ষায় থাকি
সেই সস্তার ধোঁয়া কে নেয় রামকৃষ্ণদেব
নাকি পয়লা জানুয়ারি আঠাশে মার্চ অথবা



বুক অফ ইলাই

দামটি কমাতে বলবেন না কেটে দিই খেয়ে
দেখুন ওই সব লোক ঠকানো ঝাঁকা নয়
বাজার মোটামুটি শুধু কিছু ব্যাপারি
খারাপ আমার খদ্দের যারা চেনে এক
কেজি দু কেজি করে নিয়ে যায় এমন
বিশ্বাস ঠকালে কে আসবে ও একটু দাগ
থাকবে চিন্তা নেই নাড়াঘাঁটা হয় বেছে দিই
বলুন ক কেজি আর কে নেবেন নেমে যাব

সন্ধের হরিপাল লোকালের কামরা ঘুরে ঘুরে 
আদমের খোঁজ করে মোম ঘষা ইভের আপেল  


তায়দাদ

হাত ধরো।
সহন ব্যক্তিগত।

যাকে তুমি ভেবেছিলে অযোনিসম্ভুত 
সে এখন মুখাগ্নি করছে নিজের মায়ের।

সহন ব্যক্তিগত।
আগুনও।


                                                        (চিত্রঋণ : Amelia Pelaez)

12 comments:

  1. বুক অফ ইলাই ও তায়দাদ খুব ভালো।তবে তায়দাদ বেশি মারাত্মক।

    ReplyDelete
  2. There be light osadharon laglo

    ReplyDelete
  3. There be light osadharon laglo

    ReplyDelete
    Replies
    1. পড়ার জন্য অনেক ধন্যবাদ রইল

      Delete
  4. ৩টি কবিতা-ই বেশ লাগলো।

    ReplyDelete
    Replies
    1. পাঠের জন্য অনেক ধন্যবাদ জানবেন

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. দেয়ার বি লাইট এর মত অন্তর ছোঁয়া কবিতার অপেক্ষায় রইলাম।

    ReplyDelete
    Replies
    1. পাঠের জন্য অনেক ধন্যবাদ।

      Delete