বাক্‌ ১০৯ : সঞ্জীব চট্টোপাধ্যায়



শিকড়ের ডালপালা 

অবিশ্বাসের শরীর গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা
              আর গর্তের মুখে তৈরি হচ্ছে
শীতের প্রবাহ
এমন বৃষ্টিদিন অনুভব প্রতিবাদ মুখর একটা ঝাপসা দিন
ধুলো ভাসাতে ভাসাতে নিয়ে
আসছে জল
সুর উঠছে। ঝড়ের সানাই। একঝাঁক ভেজা পাখির আস্তানা
বস্তাপচা কিচিরমিচির শব্দে ঠোক্কর খাচ্ছে
এভাবে ধুলো জমতে জমতে কোনও গর্তই ঢাকা পড়ে না
একরাশ অভিমান চাপা নিয়ে দফন হয় জল
মাটি ভেঙে নীচে নেমে দ্যাখে শিকড়ের ডালপালা 
                         গাছও চিনে নেয় জলের মুখোশ
তারপর যথারীতি সরল খাদ্যের প্রস্তুতি
এদিকে খাদকের দলও
তৈরি হয়ে ওঠে নগ্ন কুঠারে



আলো

প্রত্যয়ের
সঙ্গে আলো এসো  
অস্বচ্ছ শরীর পার হও
          স্বচ্ছতোয়া নদীর মতো

একটা মেঘ থমথমে হয়ে আছে
একটা বাড়ির ছাদ
আজ জলের কাছে ঋণী হয়ে গেছে

দেয়াল ধরে ওরা কারা!
                   ভিজতে চায়
আলোর দন্ডী বেয়ে অজস্র পাক
             সব ঝড় দীর্ঘশ্বাস
          সব পোকা কানামাছি
এক রুমাল অন্ধকার বেঁধে
              ছুঁয়ে ছুঁয়ে দেখছে


                                                        (চিত্রঋণ : Jose Fuster)

13 comments:

  1. বাহ্‍ সঞ্জীব। অনেকদিন পরে বাকে আপনি। বেশ ভালো লাগল।

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ। বেশ কিছুদিন পর লিখলাম এখানে।

      Delete
  2. শ‌িকড়‌ের ডালপালা ব‌েশী ভাল‌ো লাগল।

    ReplyDelete
  3. ভালো লাগল।।।শুভেচ্ছা।।।

    ReplyDelete