বাক্‌ ১০৯ : বিপাশা গোল্ড




একক

মুচমুচে  দীর্ঘশ্বাস  পেরিয়ে
নকল রবিবার
ধস নেমেছে আয়নায়
কোনো পেনসিল নেই
অথচ সব পরকীয়া
চটকানো বিকেলের মতো চোখ
হাট বসেছে নরম বেঁচে থাকার
এসো, তুচ্ছতা বুঝে
ঐকিক নিয়মে চুল বাঁধি...




আলপনা

সেইসব মেধাহীন নদী
আর গোপন রং-এর ধুলো
রোদের শরীরে পৃষ্ঠা নেই
তবু উড়ে গ্যাছে
শেষ সূচীপত্রের পেসমেকার
তোর ডাকঘর নিংড়ানো শুকতারা
চেটে নিয়েছে ভোরের ব্যাকরণ
যেন সব ভেসে ঠা
কালকের আঁতুড়ঘর...


                                                                                       (চিত্রঋণ : Mabel Poblet)

6 comments: