বাক্‌ ১০৯ : অর্পণ বসু

ডেমনিক ভার্স

Is Birth Love always a Fall?

১.
তলিয়ে চলেছি আমি,
            যদি পারো হাত ধরে তোলো...
আমায় কামড়ে, চুষে অন্ধকার পাথরে বসাও।
এমন ম্যাজিক রাতে পারো যদি এ শরীরে গোলো,
মৃদু হেসে প্রশ্ন করো
‘বলো কবি, আর কি কি চাও?’

দুঃস্বপ্ন ভাঙার পর আরও নামি গভীর তন্দ্রায়।
আহত ডানার ভারে উড়ে যাওয়া মেধাবি স্মৃতির
স্পর্শ থেকে অকস্মাৎ যে ভাবে বুঝেছি আমি
হায়,
নিজের ক্ষতের মাঝে কখন গেঁথেছি বিষ-তীর!

সেই তীর ঈশ্বরের। দেবতার আদিম শয়তান
চুপিচুপি জেগে ওঠে তোমার ভেতর এক রাতে
যদিও, মানুষ প্রিয় বহুরূপী ভালোবাসা চান
ছলাৎ ছলাৎ বুকে আত্মঘাতী প্রতিটি আঘাতে

মানুষ সময় গোনে, যারা কবি লিখে যায় তারা

আমার ঘুমের মাঝে আজও তবু জেগে থাকে কারা?


২.
যত
পারো ক্রমাগত আমার ভিতরে
কথা কও, চুপিচুপি স্বীয় ভঙ্গিমায়
হত্যা করো রক্তভ্রূণ প্রতি ঘরে ঘরে
পৃথিবী পুণ্য হয় পাপের ক্ষমায়...

করতল মেলে ধরে মুখোমুখি ছায়া
ছায়ার পাঁজরে সরু রোদ শুয়ে থাকে
প্রশ্ন করো বারংবার, যুক্তি দিয়ে মায়া
ভেঙে ফ্যালো ব্রহ্মচক্র, শরীরের পাকে

ঘোরো তুমি বন্‌বন্‌ব্যক্তিগত ক্ষয়
হোক তবে নদী,বন চিরসংশয়বাদী
স্বর্গেও কি ঈশ্বরীর বলাৎকার হয়?
অথচ নরক কত ঊর্বর, আজাদি

মানুষ বোঝেনা শুধু বিভেদটুকু
আজও ধর্ম ছদ্মবেশী স্বর্গের কুকুর


৩.
যে সব দেবতা আজও কথা বলে ক্ষত-মুখ নিয়ে
সাবলীল কত কথা শয়তানের কানে কানে এসে

যে সব দেবীরা আজও ভালোবাসা দূরে ফেলে গিয়ে
হেঁটে যায় শূন্যতায় কোনো এক মানুষের বেশে

জেনেও জানো না তুমিমানুষ, দেবতা, শয়তান
কাকে বলে! ভালোবাসা শুধু যেন চরাচরহীন...

দূর থেকে ভেসে আসা বোবা পাথরের সেই গান
মিশে যায় বেদনায়, পড়ে থাকে ক্ষমাহীন ঋণ

শয়তানের পুণ্যতায় দেব-দেবী শূন্য হয়ে ওঠে
কোমল
মিলনে দেখো রাশি রাশি সত্য জন্ম নেয়

অথচ, মানুষ ক্রমে একে মিথ্যে বলে ছোটে
অভ্যাসবশত তারা একে একে করে ফেলে ব্যায়

ঘৃণা, প্রেম, অধিকারযা যা আর শূন্য মনে হয়
শূন্যতাই শেষ কথা, জগতের সৃষ্টি, স্হিতি, লয়...



৪.
‘ভালোবাসা’ চিরকাল ধমনীতে বাজে।
আহত রৌদ্রের মতো ঢুকে যায় ওরা
স্বপ্নবাহিত রাতের গাঢ় লাল পোড়া
ক্ষতমুখ ফুঁড়ে সোজা আহত
দেরাজে
আয়ুহীন... ক্ষমাহীন...
              যন্ত্রণার মাঝে
তবু, ভুলে যেতে চাই ঈশ্বরের খোঁড়া
দাগ। যেন আর্তনাদ
(গন্ধক, সোরার)
থেকে ভেসে আসে দৃশ্য। মূল্যবান কাজে
লাগে কি না জানা নেই; ভালোবাসা তবু
চিরকাল বেজে চলে ছায়াহিমঘরে
নিজস্ব নির্জনে তারা কথা বলে, হাসে।
দেখে যেন মনে হয়
প্রেম জবুথবু
হয়ে শুয়ে থাকে মিঠে ঘোর লাগা জ্বরে
দেবতা ঘুমিয়ে থাকে শয়তানের পাশে...



                                                                          (চিত্রঋণ : Armando Marino)

5 comments:

  1. অনন্য উপলব্ধির ভালো কবিতা ভালো লেগেছে,,,,,

    ReplyDelete
  2. অনন্য উপলব্ধির ভালো কবিতা ভালো লেগেছে,,,,,

    ReplyDelete
  3. বিনির্মাণ ধারার সমৃদ্ধ লেখা। ভালো লেগেছে।

    ReplyDelete
  4. ebar tomay bangla bhasay pelam.. bhalo laglo... ebong ditiyo lekhati protibadidero pathiyo... dekho probena... bolbe amra protibad likhi ni bhai. amra sabaner bigyapon likhi.. @ avishek ghosh

    ReplyDelete