বাক্‌ ১০৯ : রেনেসাঁ

ওরা তিনজন



হলুদ বরফগোলার  মত  নাভি
...
..
.

বাগিচায় ফুটে ফুটে
একটা হিমঘর



লং জার্নি
জাতীয় সড়কপথ জুড়ে লেপ্টে আছে ধ্যাবড়া

কাজল

...
..
.

ব্রা এর মতো রোদ চেপে নিচ্ছে পৃথিবীকে
নিজস্ব সাইজে



ছাদ বললেই সহজপাঠ মনে পড়ে
“.....   ......  .....   ....   ...   রান্নাঘরের চালে

আমাদের চাল নেই
পুরোটাই ছাদ
দুটি শালিখ ঝগড়া করে ছাদে
দুটি শালিখই আমার
...
..
.


অন্তরে

21 comments:

  1. ব্রা এর মতো রোদ চেপে নিচ্ছে পৃথিবীকে
    নিজস্ব সাইজে।দারুণ

    ReplyDelete
  2. রেনেসাঁ, শেষের তিনটে লাইন ভিতরে ঢুকে গেলো। সবটুকুই সুন্দর।

    ReplyDelete
  3. রেনেসাঁ কি লিখেছিস মা।খুব ভালো লাগলো।প্রতিটা স্তর বেশ গভীর।

    ReplyDelete
  4. রেনেসাঁ কি লিখেছিস মা।খুব ভালো লাগলো।প্রতিটা স্তর বেশ গভীর।

    ReplyDelete
  5. তোমার কবিতায় মাঝে মাঝে তোমার ছোটবেলা কে দেখা যায়- খানিকটা nostalgia কাজ করে তোমার মধ্যে। এই তিনটে কবিতার মধ্যে দ্বিতীয় কবিতার শেষ দুলাইনে তোমার যে কবিতা ভাবনা সেগুলো থেকে উত্তোরণের প্রচেষ্টা পাচ্ছি। ওই দুলাইনে খানিকটা মুক্তিবেগ আছে। দেখি তুমি তোমার এখনকার পৃথিবীকে টাটা করতে পার কিনা...

    ReplyDelete
  6. চমৎকার! ঝিরিঝিরি বৃষ্টির মতো, কুচিকুচি বরফপাতের মতো । 'শিশুর ছোট পায়ে এগিয়ে যাওয়া' আনন্দদৃশ্য রেনেসাঁ'র কবিতা।

    ReplyDelete
  7. Replies
    1. ধন্যবাদ। ___ রেনেসাঁ

      Delete
  8. ব্রা এর মতো রোদ চেপে নি্ছে পৃথিবীকে
    নিজ্ব সাইজে

    ReplyDelete
  9. অসাধারন।।অনেকজন আগেই লাইন উল্লেখ করেছেন তাই আর করলাম না।।।দারুন।।শুভেচ্ছা।।।

    ReplyDelete
  10. অসাধারণ ভাবনা-প্রসারণ ।

    ReplyDelete