বাক্‌ ১০৯ : শানু চৌধুরী


মহুয়া

এইসব মহুয়া ইনসক্রিপশন
পাপিয়ার হাতের ধরে
ডাকতে আসা দরজা
সর্বস্ব প্রসাদ...
তাহেক লিখবে মুখের পতঙ্গ
ও-ই-ই-ই.....
সূত্রের ভিতর মা জন্ম নিচ্ছে


হারামি

সকালের চোখ কেটে গেছে।
পাখিদের ডিম ধ্বংসের উল্টোমেরু।
তা দাও। তালি বাজাও।
উড়িয়ে দাও হারামি পায়রা।
শান্তির ছেলে দুধ বেচতে গেছে।


অন্ধের ইস্কুল

অন্ধের ইস্কুলে শোনা যায় নাড়িস্পন্দনের রুহুক
অ্যাবাকাস পেরিয়ে বেহিসেবী 
উড্ডীন ভ্রমনপথ
হাত রাখে জানালার গরাদে ওয়াকিংষ্টিক ভাঙ্গার দোহদ
সক্ষম পথ যে পুকুর পেরিয়ে বিস্তারিত তার আভাস পকেটে ফেলে
হেঁটে যায় অক্ষয় মদিরায়...

                                                                                     (ছবি : অনুপম মুখোপাধ্যায়)

8 comments:

  1. শাবাশ।দারুণ লেখা।

    ReplyDelete
  2. শাবাশ।দারুণ লেখা।

    ReplyDelete
  3. পোস্টমর্টেমের ছুরির ভাঁজে মোলায়েম দক্ষতা। ভালো লাগলো।

    ReplyDelete
  4. দারুন লেখাগুলো
    স্পেশালি "মহুয়া" টা :)

    ReplyDelete
  5. 'হারামি' দারুণ লাগলো !

    ReplyDelete