বাক্‌ ১০৯ : অরবিন্দ বর্মন


গাছভর্তি বোতাম

জ্বরের ভেতর ছায়া করছে ঘুঘু

গাছভর্তি বোতাম নিয়ে বাড়ি ফিরছে পাখি

বোতামের ভেতর জড়িয়ে যাচ্ছে ঘুম

পকেট থেকে বেরিয়ে পড়ছে আলো
এবং হঠাৎ


ছায়া

কিভাবে এপ্রিল ঝরে পড়ছে বৃষ্টিদানায়
সরগম পাতাটির ফাঁকে ভাঙ্গা ভাঙ্গা রোদ
বাবাকে নিকা করে চলে গ্যাছে ফুলপাখিদের বাড়ি
জ্যোৎস্না কামড়ে ধরে আছে ফসলের ঘুম
বনভোজন উড়ে যাচ্ছে প্রতিবেশী ঘুড়ির সুতোয়
সহোদর ভেঙ্গে দরোজা খুলছে ইতিউতি চোখ
হত্যার ভেতর দীর্ঘ হচ্ছে টমেটোর গন্ধ


এইসব পৃথিবীর মেজাজ
লাফিয়ে লাফিয়ে ছায়ার নকল করছে ছায়া


ভিজে যাচ্ছেন সফোক্লিশ

অনাবিল একটি হাসির দিকে পালক
তোমার সমস্ত অনুবাদ খুলে পড়ছে
জলপাইগাছের মশকরা জল করতে পারছিনা
স্তন থেকে সমদূরত্বে কী ভীষণ ভাতের গন্ধ!


দূরে- একলা সাবানক্ষেতে ভিজে যাচ্ছেন সফোক্লিশ


সারাংশফুল

শিমুল ও পলাশের মাঝে যুবতীর শাঁস
উড়িয়ে দিচ্ছে গুমশুম
অ্যাত আঙুল ভ্রমণ

যেটুকু নিভু আলোর শরীরে দাগ রাখে
অথবা ঐ
বিভার চোখে স্টেশন পুড়ে যায়


নৈ- শব্দেও লেগে থাকে সারাংশফুল!



                                                                        (চিত্রঋণ : Jose Acosta)

24 comments:

  1. কবির দৃষ্টিভঙ্গি উপমা নির্ভরশব্দচয়ন,,,,বেশ ভালো লেখা গুলো

    ReplyDelete
  2. এক অনবদ্য ভার্সের লেখনী।শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

    ReplyDelete
  3. এক অনবদ্য ভার্সের লেখনী।শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

    ReplyDelete
  4. এই যে একধাপ থেকে আরেকধাপের সাবলীল চলাফেরায় প্রাণবন্ত হয়ে উঠল কবিতা, সেই লেখনীকে শুভেচ্ছা। ভালো লেগেছে।

    ReplyDelete
  5. Anabadyo rachana. Anek shubho kamona thaklo.

    ReplyDelete
  6. প্রতিটি কবিতায় অন্যতর উন্মোচন। ভালো লাগলো।

    ReplyDelete
  7. ভালো লাগা।

    ReplyDelete
  8. ভালো লাগা।

    ReplyDelete
  9. বেশ ভালো। শব্দের চয়ন ভালো লাগলো।

    ReplyDelete
  10. বেশ ভালো। শব্দের চয়ন ভালো লাগলো।

    ReplyDelete
  11. রাজপ্রাসাদের বহিঃদৃশ‍্য‍ দেখে আপ্লুত হয়ে গেলাম । কিন্তু প্রাসাদের ভিতরের রূপবতী মেয়েদের দেখতে পেলাম না ।
    ভালো লেগেছে অনেকটাই ।

    ReplyDelete
  12. প্রথম আর চতুর্থটি ভাল লাগল। অন্য দুটির থই পাইনি, স্পর্শ করতে পারলাম না।

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. "হত্যার ভেতর দীর্ঘ হচ্ছে টমেটোর গন্ধ"
    "স্তন থেকে সমদূরত্বে কী ভীষণ ভাতের গন্ধ!"
    "নৈ- শব্দেও লেগে থাকে সারাংশফুল!"
    শেষ তিনটি কবিতা হৃদয়ে অনুরণিত হতে থাকে।

    ReplyDelete
  15. অসাধারণ লিখেছেন ।

    ReplyDelete
  16. অসাধারণ লিখেছেন ।

    ReplyDelete
  17. ভিজে যাচ্ছেন সফোক্লিস

    পাঠ করে তৃপ্তি পেলাম।

    ReplyDelete
  18. তৃতীয় ও চতুর্থ কবিতাটি বেশি ভালো লাগলো। "স্তন থেকে সমদূরত্বে..." আহা !

    ReplyDelete
  19. Hmmm.... darun kabita gulo. sabuj kisholoy er mato ... onyo lyrics...

    ReplyDelete
  20. Hmmm.... darun kabita gulo. sabuj kisholoy er mato ... onyo lyrics...

    ReplyDelete
  21. গাছ ভর্তি বোতাম ভালো লেগেছে

    ReplyDelete